বিনোদন

৭০ বছরে পরেশ রাওয়াল

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের বর্ষীয়ান অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ পরেশ রাওয়াল আজ ৭০ বছরে পা রাখলেন। বহুমাত্রিক এই শিল্পীকে একসময় পদ্মশ্রী ও ফিল্ম-ফেয়ার পুরস্কারের মতো সম্মাননায় ভূষিত করা হলেও সাম্প্রতিক সময়ে তিনি বারবার আলোচনায় এসেছেন নানা বিতর্কে জড়িয়ে। বিশেষ করে ‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে তার সরে দাঁড়ানো ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে আবারও তাকে শিরোনামে এনেছে।

১৯৫৫ সালের ৩০ মে মুম্বাইয়ে জন্ম নেওয়া পরেশ রাওয়াল মূলত গুজরাটি হলেও ভারতের সিনেমাজগতে তিনি নিজের একটি শক্ত অবস্থান গড়ে নিয়েছেন।  তার অভিনয় জীবনে ২৪০ টিরও বেশি চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। হিন্দি, গুজরাটি, তামিল ও তেলেগু ভাষার ছবিতে অভিনয় করে তিনি নিজেকে একজন বহুভাষিক অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন।

তার জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে ‘হেরা ফেরি’, ‘ফির হেরা ফেরি’, ‘ওহ মাই গড’, ‘ভুলভুলাইয়া’, ‘গরম মাসালা’ প্রভৃতি। কমেডি থেকে শুরু করে খলচরিত্র সবখানেই তার অভিনয়ের দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের।

পরেশ রাওয়াল একসময় ব্যাংকে চাকরি করতেন। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি চাকরি ছাড়েন। সে সময় তার প্রেমিকা স্বরূপ সম্পত তাকে অর্থসাহায্য করতেন। পরে ১৯৮৭ সালে তারা বিয়ে করেন।  স্বরূপ ১৯৭৯ সালের মিস ইন্ডিয়া ইউনিভার্স বিজয়ী ছিলেন।

একবার হাড়ের সমস্যায় ভোগার সময় চিকিৎসার বিকল্প পদ্ধতিতে নিজের মূত্র পান করে সুস্থ হওয়ার দাবি করেন পরেশ। তার ভাষ্যমতে, ১৫ দিনের ইউরিন থেরাপির পর এক্স-রেতে দেখা যায়, হাঁটুর জটিল চোট নির্ধারিত সময়ের আগেই সারতে শুরু করেছে। যদিও চিকিৎসাবিদদের একাংশ তার এই অভিজ্ঞতা নিয়ে দ্বিমত পোষণ করেছেন।

২০২১ সালে কোভিড-১৯ এ আক্রান্ত হন পরেশ রাওয়াল। পরে এক সময় সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে তিনি নিজেই হাস্যরসাত্মক ভঙ্গিতে সেই গুজব খণ্ডন করে বলেন, ভুল–বোঝাবুঝির জন্য দুঃখিত, সকাল সাতটার পরও ঘুমচ্ছিলাম।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজেপির মনোনয়নে গুজরাট থেকে রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন তিনি। এই সময় কংগ্রেস ও রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়েন।

পরেশ রাওয়াল বিভিন্ন সময়ে কট্টর মন্তব্য করে আলোচনায় এসেছেন। ২০১৭ সালে লেখক অরুন্ধতী রায়কে নিয়ে করা একটি টুইট নিয়ে তীব্র সমালোচনা হয়। যেখানে তিনি সেনাবাহিনীর গাড়িতে রায়কে বেঁধে দেওয়ার পরামর্শ দেন। ২০২২ সালে বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী, এমনকি বাঙালিদের নিয়েও তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বক্তব্যের শেষে গ্যাস সিলিন্ডার নিয়ে বাঙালিদের জন্য মাছ ভাজবেন? মন্তব্যে অনেকেই ‘ঘৃণাভাষণ’ আখ্যা দেন।

‘হেরা ফেরি’ সিরিজে ‘বাবু রাও’ চরিত্রে তার অনবদ্য অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে ‘হেরা ফেরি ৩’ নিয়ে শুরু থেকেই জটিলতা দেখা যায়। পরেশ সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর পর তার বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে প্রযোজনা সংস্থা। যদিও পরবর্তীতে তিনি সুদসহ টাকা ফেরত দিয়ে আইনি বিরোধ নিষ্পত্তি করেন।

অভিনেতার আইনজীবী এক বিবৃতিতে জানান, এই বিষয় নিয়ে যেন কোনও ভুল ব্যাখ্যা না হয়, সে জন্য তারা স্পষ্ট বার্তা দিয়েছেন। অক্ষয় কুমারও সংবাদমাধ্যমকে জানান, তাকে 'ফুলিশ' বলা ঠিক নয়। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, আমি তাকে শ্রদ্ধা করি।

সাত দশকের জীবনে পরেশ রাওয়ালের পথচলা নানা রঙে রাঙানো অভিনয়ের খ্যাতি, রাজনৈতিক উচ্চারণ, আর সময়বিশেষে বিতর্ক। তার এই দীর্ঘ ক্যারিয়ার আজও বলিউডের সকলের কাছে অনেক গর্বের। 

এসকে// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পরেশ রাওয়াল #৭০ বছরে পা