বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির কাছে অভিযোগ করেছেন ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সরকারি হস্তক্ষেপে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (৩১ মে) এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করার চিন্তা করছেন ফারুক আহমেদ।
শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন তিনি।
আজ সকাল থেকেই গুঞ্জন ছিল দেশ ছেড়েছেন ফারুক আহমেদ। যদিও পরে দেশে থাকার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত ফারুকের একাধিক মন্তব্য প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।
দেশত্যাগের বিষয়ে প্রকাশিত একটি মন্তব্য এমন, ‘পুরোপুরি মিথ্যা কথা। যারা আমাকে নিয়ে নাটক তৈরি করেছে এতদিন, তাদেরই একটা নাটকের শেষ অংশ মনে হচ্ছে এটা। আমি দেশেই আছি, গুজবে কান দিবেন না। আমি আগামীকাল একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করছি।’
ফারুক আহমেদ মনে করছেন তার সঙ্গে অন্যায় করা হয়েছে। গতকাল, বৃহস্পতিবার বিসিবির ৮ পরিচালক বোর্ড সভাপতি হিসেবে ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি দেয় ক্রীড়া মন্ত্রণালয়ে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসএসি) থেকে ফারুকের পরিচালকের পদ বাতিল করা হয়। এতে নিয়ম অনুযায়ী, বিসিবির সভাপতির পদ শূন্য অবস্থায় রয়েছে।
নিজে থেকে পদত্যাগ করেননি ফারুক আহমেদ। পদত্যাগ করার কোনো কারণ খুঁজে পাননি তিনি। কী কারণে তাকে পদত্যাগ করতে হবে, সেটিও তাকে জানানো হয়নি বলে জানিয়েছিলেন।
এই পরিস্থিতি আইসিসির কাছে ব্যাখ্যা করেছেন ফারুক আহমেদ। তাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে বলে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।
এমএইচ//