তথ্য-প্রযুক্তি

সাড়ে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার অচল

ছবি: সংগৃহীত

নিম্নচাপজনিত টানা বৃষ্টি, দমকা হাওয়া ও জলোচ্ছ্বাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। এর প্রভাবে মোবাইল নেটওয়ার্ক সেবা ভয়াবহভাবে বিঘ্নিত হয়েছে। ৫ হাজার ৯০৪ টি মোবাইল টাওয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অচল হয়ে পড়েছে। এসব টাওয়ারে পুনরায় বিদ্যুৎ সেবা চালুর কাজ চলছে।

শুক্রবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাস ও বিদ্যুৎহীন পরিস্থিতির কারণে সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবার কর্মীরা।

ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বরিশাল, দক্ষিণ সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও দক্ষিণ চট্টগ্রামে।

এই বিপর্যয়ের একটি একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেছেন তিনি- মোট মেইনস বিকল: ৮২৬২ (৪৪ শতাংশ), মোট চালু সাইট: ৬৪.২ শতাংশ, মোট সাইট ডাউন: ৫৯০৪ (৩৫.৮ শতাংশ), (পিজি) পোর্টেবল জেনারেটর সংযুক্ত: ৬২৪ ও বিদ্যুৎ সংযোগ চালু করতে পথে রয়েছে: ৫০৪ টি পোর্টাবল জেনারেটর।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মোবাইল টাওয়ার