বিনোদন

৩৭ টাকা হাতে মুম্বাই যাত্রা, এখন ৪০০ কোটির মালিক অনুপম খের

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেতা অনুপম খের আজ ৭০ বছরে পা দিলেন। হিমাচল প্রদেশ থেকে মাত্র ৩৭ টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন তিনি। একসময় রেলস্টেশনে রাত কাটালেও আজ তার সম্পদের পরিমাণ ৪০০ কোটি টাকা

প্রথম জীবনে অনুপম খের চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটিয়েছেন। কোনো থাকার জায়গা ছিল না, কখনো সৈকতে, কখনো স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমাতে হয়েছে। মায়ের কাছে পিকনিকের অজুহাতে ১০০ রুপি চেয়ে অডিশনে গিয়েছিলেন

মঞ্চ অভিনয় ছিল তার প্রথম প্রেম। চণ্ডীগড়ে নাটকের ক্লাস করতে গিয়ে দুই বছর শিক্ষকতাও করেছেন। পরে মুম্বাইয়ের নাটকের স্কুলে সুযোগ পান। তবে টাকার অভাবে বেশিরভাগ দিন না খেয়েই থাকতে হতো

১৯৮১ সালে রাজশ্রী প্রোডাকশনের অফিসে নিজের পোর্টফোলিও জমা দেন। ২৮ বছর বয়সে ‘সারাংশ’ ছবিতে ৬৫ বছর বয়সী বৃদ্ধের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি

চার দশকের ক্যারিয়ারে ৫০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বয়স ৭০ হলেও নিজেকে ‘তারুণ্যের প্রতীক’ বলেই মনে করেন। ফিটনেস ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার জিমের ছবি আলোচনায় থাকে নিয়মিত

কখনো রেলস্টেশনে ঘুমানো সেই অনুপম খের এখন বলিউডের অন্যতম সফল অভিনেতা। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৪০০ কোটি টাকার মালিক তিনি

এসকে//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ৪০০ কোটির মালিক | অনুপম খের