রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে সারারাত তীব্র বৃষ্টিপাত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় ১৯৬ মিলিমিটার ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল থেকেও বৃষ্টি হয়েছে থেমে থেমে। এদিন নিউমার্কেট এলাকায় দেখা যায়, মূল সড়ক ও সংলগ্ন গলিগুলোয় পানি জমে আছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি। এছাড়া পানি ধুকেছে দোকানপাটের মধ্যেও।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পানি নিষ্কাশনের চেষ্টা চলছে।
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (জোন-১) সাইফুল ইসলাম জয় গণমাধ্যমকে জানান, নিউমার্কেট এলাকার পানি পিলখানার ভেতর দিয়ে বুড়িগঙ্গায় গিয়ে পড়ার কথা। কিন্তু ওই পথটি আপাতত বন্ধ। নতুন পথ তৈরির পরিকল্পনা প্রায় চূড়ান্ত করা হয়েছে। এখন বিকল্প পথ হয়ে পানি সরাতে একটু সময় লাগছে।
নগর–পরিকল্পনাবিদদের মতে, পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকলে এই দূর্ভোগ বাদ হবে না। ড্রেন নির্মাণের পাশাপাশি নিয়মিত পরিষ্কার করতে হবে। তা না হলে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
এমএ//