বিনোদন

কানে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বললেন ঢালিউড অভিনেত্রী বর্ষা

বিনোদন ডেস্ক

‘বিশ্বব্যাপী সিনেমার একটি অসাধারণ ক্ষমতা ও শক্তি আছে, যা মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করতে পারে। বাস্তবসম্মত গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অধিকারের বিষয়ে বড় ভূমিকা রাখতে পারে। ‘  

ফ্রান্সের সমুদ্র শহর কানে শুরু হওয়া ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ‘ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন’ পর্বে অংশ নিয়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী  আফিয়া নুসরাত বর্ষা এসব কথা বলেন।

বর্ষার সঙ্গে আলোচনায় আরও ছিলেন অভিনেত্রী ও চিত্র নির্মাতা ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানি।

‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এ সেমিনারে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত চিত্রনায়িকা ও প্রযোজক বর্ষা বলেন, তিনি একজন অভিনেত্রী। পাশাপাশি একজন ব্যবসায়ীও।

কাজ করেন মানুষের উন্নয়নে। অভিনয় জীবনের বাইরে ব্যবসায়িক জীবনেও তিনি তাঁর ইচ্ছা, মেধা এবং লক্ষ্যপূরণে সচেষ্ট থাকেন।

অভিনেত্রী বলেন, তার ব্যবসায় সবসময় নারীর অংশগ্রহণ ও সুযোগ দেওয়ার চেষ্টা করা হয়। তাই নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্যই একজন স্বেচ্ছাসেবক হিসেবে তিনি এই কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন।  

ঢাকাইয়া সিনেমার  এই অভিনেত্রী  আরও বলেন, বিশ্বব্যাপী সিনেমার বিষয়টির এক অসাধারণ ক্ষমতা ও শক্তি আছে, যা মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করতে পারে। বাস্তবসম্মত গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অধিকারের বিষয়ে বড় ভূমিকা রাখতে পারে বলে জানান অভিনেত্রী।

প্রসঙ্গত, গেলো  মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হয়েছে কানে শুরু হয়েছে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। ২৪ মে শেষ হবে বিশ্বের অন্যতম সেরা এ উৎসব। এবারের উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী ও প্রযোজক বর্ষা।

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছেন বর্ষা। এর আগে ২০২২ সালে উৎসবের ৭৫তম আসরে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। ওইসময় সঙ্গে ছিলেন স্বামী চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  অন্যান্য বছরের মত এবারেও হলিউড,বলিউড সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা এই উৎসবে যোগ দিয়েছেন।

এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জুলিয়া দুকোর্নোর ‘আলফা,ডোমিনিক মলের ‘দোসি ১৩৭, পাই কানের ‘কুং ই সি দাই’সহ ২২ টি চলচ্চিত্র থাকছে।  

চলচ্চিত্র প্রতিযোগিতার পাশাপাশি একইভাবে লাল গালিচায় তারকাদের ফ্যাশন আর সৌন্দর্যের প্রতিযোগিতাও যথেষ্ট আকর্ষণ তৈরি করে এই উৎসব।

২০২২ সালে কানের লাল গালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার অভিজ্ঞতা আয়োজকদের কাছে খুব মধুর ছিল না।

তাই এ বছর সে কথা মাথায় রেখে কানের লাল গালিচায় আনুষ্ঠানিকভাবে ‘নগ্নতা’ এবং ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

জুরি বোর্ডে যারা আছেন: ৭৮তম এই আসরে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোচের নেতৃত্বাধীন জুরি টিম রয়েছেন আটজন।

জুরি বোর্ডে রয়েছেন অস্কার জয়ী অভিনেত্রী হ্যালি বেরি। এছাড়াও রয়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া।

পায়েলের ছবি ‘অল ওই ইমাজিন অ্যাজ লাইট’ গত বছর কানে গ্রাঁ প্রি জিতেছিল।

আরও আছেন দক্ষিণ কোরীয় নির্মাতা হং সাং-সু, কঙ্গোর নির্মাতা দিওদো হামাদি, মেক্সিকোর নির্মাতা কার্লোস ইয়োয়াজ, ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোরভাকের, ফরাসি-মরোক্কান লেখক ও সাংবাদিক লেইলা স্লিমানি এবং মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং। আগামী ২৪ মে এই প্রতিযোগিতার ফলাফল জানা যাবে।

চলতি বছর কান-এ ক্লাসিকস বিভাগে প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর।  এছাড়াও ভারতীয় পরিচালক নীরাজ ঘাওয়ানের ‘হোম বাউন্ড’ ছবিটি প্রদর্শিত হবে।

এবারের উৎসবে বলিউড সুন্দরী ঐশ্বর্য রায়কে আর একবার দেখা যাবে।

এছাড়াও প্রথমবারের জন্য উৎসবে যোগ দিতে যাচ্ছেন আলিয়া ভাট ও জাহ্নবী কাপুর।

‘আলী’ নিয়ে থাকছেন আদনান: উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’।

স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন।

সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’। ছবিতে অভিনয় করেছেন  গায়ক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুযেন্সার আল আমিন।  এ ছাড়া আছেন ইন্দ্রানী সোমা।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #'কান চলচ্চিত্র উৎসব' #অভিনেত্রী বর্ষা