দেশজুড়ে

রাজধানীতে ৩০ মিনিটে দুই খুন

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে পৃথক ঘটনায় মাত্র ৩০ মিনিটের মধ্যে দুটি হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। 

শনিবার (১৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। 

নিহতরা হলেন, নুর ইসলাম (২৬) ও মো. আলভী (২৭)। নুর ইসলাম পেশায় ফটোগ্রাফার এবং আলভী ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

নুর ইসলামের ভাই ওসমান গনি গণমাধ্যমকে বলেন, রাত ৮টায় মোহাম্মদপুর দুর্গা মন্দির গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে সাথে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা এবং দুই হাতে কুপিয়ে জখম করে। 

পরে রাত ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ধানমন্ডির জিগাতলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. আলভী নিহত হন। নিহতের মামি মাহী জানান, শুক্রবার রাত ৮টায় জিগাতলা বাসস্ট্যান্ডে তারা আড্ডা দেওয়ার সময় হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্তরা এসে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় আলভীর বন্ধু আশরাফুল ইসলাম আহত হন।

তাদেরকে উদ্ধার করে প্রথমে জাপান বাংলাদেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #খুন #মোহাম্মদপুর