আন্তর্জাতিক

পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ইসলামাবাদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিল নয়াদিল্লি। শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

শুক্রবার (২ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, পাকিস্তানে উৎপাদিত কিংবা সেখান থেকে রপ্তানিযোগ্য কোনো পণ্য আর ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত,  গেলো ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের ভারতীয় ভিসা বাতিলসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ভারত।

এর জবাবে পাকিস্তান ভারতে পরমাণু হামলার হুমকিসহ ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এছাড়া সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় নাগরিকদের পাকিস্তানি ভিসা বাতিল, বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তান।

এমএ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | ভারত