মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সতর্কবার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূচনা হয়, এমন প্রতিক্রিয়া জানাবে না ভারত। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স এ কথা জানান।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন,পাকিস্তান তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসীদের খুঁজে বের করতে যতটা সম্ভব ভারতকে সহযোগিতা করবে।
তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
শুক্রবার (২ মে) পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের অনুষ্ঠানে তিনি বলেন, ‘জেডি ভ্যান্স উত্তেজনা প্রশমনে আহ্বান জানালেও, ভারতের সীমিত পদক্ষেপের সুযোগ রেখেছেন। ২০১৯ সালেও এমনটি দেখা গেছে। তবে ভারত যদি এমন কোনও পদক্ষেপ নেয়, তাহলে জোরালো জবাব দিবে পাকিস্তান।
খাজা আসিফ বলেন, ‘ভারতীয় রাফায়েল জেটের সীমান্ত কার্যকলাপ কেবল উস্কানিমূলক ছিল, কিন্তু পাকিস্তান তাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে কার্যকরভাবে প্রতিহত করেছে। পাকিস্তান ভারতের কোনও ফাঁদে পা দেবে না।’
প্রসঙ্গত, গেলো ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের ভারতীয় ভিসা বাতিলসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ভারত।
এর জবাবে পাকিস্তান ভারতে পরমাণু হামলার হুমকিসহ ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এছাড়া সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় নাগরিকদের পাকিস্তানি ভিসা বাতিল, বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তান।
এমএ//