আন্তর্জাতিক

২৬ বার ছুরিকাঘাত করে ফিলিস্তিনি শিশুকে হত্যা, মার্কিন নাগরিকের ৫৩ বছরের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ৬ বছর বয়সি ফিলিস্তিনি-মার্কিন শিশু ওয়াদী আলফায়ুমিকে হত্যার দায়ে জোসেফ চুবা নামের এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 

শুক্রবার (৩ মে) তাকে দোষী সাব্যস্ত করেন ইলিনয় অঙ্গরাজ্যের সার্কিট কোর্টের জজ অ্যামি বার্তানি-টমচাক। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ৭৩ বছর বয়সি জোসেফ চুবার বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন ওয়াদী। 

২০২৩ সালের ১৪ অক্টোবর ইলিনয়ের প্লেইনভিল এলাকায় চুবা তার ভাড়াটিয়া হানান শাহিন ও তার ছেলে ওয়াদীর উপর হামলা করে। 

স্থানীয় পুলিশ জানায়, গাজায় যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ চুবা শাহিনের বাসার দরজায় গিয়ে জোরপূর্বক ভেতরে ঢুকে পড়েন। তিনি শাহিনকে গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন এবং সামরিক ধাঁচের ছুরি দিয়ে আঘাত করতে থাকেন।  

শাহিন একাধিক ছুরিকাঘাতে আহত হয়ে বাথরুমে ঢুকে পড়ে জরুরি নম্বরে ফোন করে সহায়তা চান। এসময় শিশু ওয়াদীকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করে চুবা। 

পুলিশ আরও জানায়, ঘটনার পর অভিযুক্ত চুবাকে বাড়ির বাইরে রক্তমাখা অবস্থায় বসে থাকতে দেখা যায়। পরে তাকে গ্রেফতার করে হত্যা, হত্যাচেষ্টা ও বিদ্বেষপ্রসূত অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়।

আদালতের হানান শাহিন তার সাক্ষ্যে বলেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই চুবা ক্রমাগত মুসলিমদের নিয়ে সন্দেহ ও বিদ্বেষপূর্ণ আচরণ করছিলেন। হামলার সময় চুবা তাকে বলেছিলেন, ‘তুমি মুসলমান, তোমার মরতে হবে।’

চুবা আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেও মাত্র ৯০ মিনিটের মধ্যে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। বিচারক রায় ঘোষণার সময় বলেন, ‘এই হত্যাকাণ্ড ছিল নিষ্ঠুর ও পাশবিক।’ 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | ফিলিস্তিন | হত্যা