বিনোদন

সালমান-ঐশ্বরিয়ার বিচ্ছেদের কারণ ফাঁস করলেন আরবাজ খান

বায়ান্ন বিনোদন ডেস্ক

সালমান খান ও ঐশ্বরিয়া রাই ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের প্রেম কাহিনী এখনও হিন্দি চলচ্চিত্রপ্রেমী মানুষের মুখে মুখে।ঐশ্বরিয়া রাইয়ের বিয়ের পর এখন তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন এবং এক সন্তানের মা।  বলিউডপাড়ায় গুঞ্জন ঐশ্বরিয়া রাইয়ের সমকক্ষ কাউকে না পেয়ে বিয়ের পিড়িতে বসায় হয়নি ‘সল্লু ভাই’য়ের। ঐশ্বরিয়ার স্মৃতি এখনও ভুলতে পারছেন না তিনি। তবে তাদের বিচ্ছেদের কারণ কেউ খোলসা করেনি।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরবাজ খান বিচ্ছেদের কারণ ফাঁস করে দিয়েছেন। জানিয়েছেন, বিয়ের জন্য নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না ঐশ্বরিয়ার রাই। এ কারণেই নাকি সালমানের সঙ্গে সম্পর্কে চিড় ধরে।

আরবাজ জানান, সালমানের ভাবমূর্তি নিয়েও নাকি ঐশ্বরিয়ার পরিবারে সমস্যা ছিল। অভিনেত্রীর বাবার ধারণা ছিল, নারীদের সঙ্গে সালমানের ওঠাবসা একটু বেশিই। তাই সালমানকে জামাই হিসেবে মেনে নিতে আপত্তি ছিল তারও। অন্যদিকে, কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বরিয়া। সংসারে মন দিতে চাননি তখন।

সালমান খানের প্রেমিকাদের নামের তালিকা অনেক দীর্ঘ। প্রেম যমুনায় ভেসে বেড়ালেও কারো সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়নি তার। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে।  এসময়ে সালমানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনকেরই নাম শোনা গেছে।

শাহীন জাফরি: সালমান খানের প্রথম প্রেমিকার নাম শাহীন জাফরি। বলিউড সুপারস্টার অশোক কুমারের নাতনি শাহীন জাফরি ও সালমান কলেজে পড়াশোনা করতেন। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম।

 পরবর্তীতে সংগীতা বিজলানিকে দেখার পর তার দিকে আকৃষ্ট হয়ে পড়েন এই তারকা। ফলে ভেঙে যায় শাহীন-সালমানের প্রেম।

পার্সিস খামবাতা: সালমান খান তার জীবনের প্রথম দিকে মডেল-অভিনেত্রী পার্সিস খামবাতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।  

আশির দশকের শেষের দিকে সালমানের সঙ্গে পার্সিসের গড়ে ওঠা সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি।

ফারিয়া আলম: সালমান খানের সঙ্গে নাম জড়িয়েছে ফারিয়া আলমের।  ১৯৮৬ সাল সালমানের সঙ্গে প্রাক্তন ফুটবল দলের কর্মকর্তা ফারিয়া আলম সম্পর্কে জড়ান বলে গুঞ্জন রয়েছে।  যদিও ফারিয়া কখনো এ সম্পর্কের কথা স্বীকার করেননি।

সংগীতা বিজলানি: সালমানের প্রেমিকাদের তালিকায় আলোচিত নাম সংগীতা বিজলানি।  

গুঞ্জন রয়েছে, ১৯৮০ সালে মিস ইন্ডিয়া জয়ী এই অভিনেত্রীর সঙ্গে বিয়ের পরিকল্পনাও করেছিলেন সালমান।  শুধু তাই নয়, বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেন সালমান। পরে তাদের ব্রেকআপ হয়।  

সোমি আলী: পাকিস্তানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী সোমি আলীর সঙ্গে সালমানের প্রেমের কথা কারো অজানা নয়।

আজও বিটাউনে কান পাতলেই তা শোনা যায়। এক সাক্ষাৎকারে সোমি আলী নিজেই জানিয়েছিলেন, সালমানের সঙ্গে তার সম্পর্ক ভেঙেছিল ঐশ্বরিয়ার কারণেই।  সালমান খানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনেরও অভিযোগ আনেন সোমি আলী।

ঐশ্বরিয়া রাই বচ্চন: ‘হাম দিল দে চুকে সানাম’সিনেমার শুটিং থেকে প্রেম শুরু সালমান ও ঐশ্বরিয়ার। সেই প্রেম নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর।

ঐশ্বরিয়ার প্রেমে নাকি সেই সময়ে ডুবে ছিলেন সালমান। এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। ভেঙে যায় সেই সম্পর্ক।  

স্নেহা উল্লাল: ২০০৫ সালে ‘লাকি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন স্নেহা উল্লাল। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন সালমান।

তাদের প্রেম নিয়ে গুঞ্জন চললেও  এ অভিনেত্রীর দাবি ‘সালমান খান তার বন্দু। ’

ক্যাটরিনা কাইফ: ব্যবসাসফল সিনেমা ‘ম্যায় নে পেয়ার কিউ কিয়া’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেন ক্যাটরিনা।

 শ্যুটিং চলাকালে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও তৈরি হয়।  তবে একটা সময়ে গিয়ে এ প্রেম ভেঙে যায়।

ব্রুনা আব্দুল্লাহ: ব্রাজিলের মডেল-অভিনেত্রী ব্রুনা আব্দুল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়ায় সালমান খানের।

 তবে কম সময়ের ব্যবধানে আলাদা হয়ে যান তারা।

জেরিন খান: ‘বীর’ সিনেমার মাধ্যমে সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে  জেরিন খানের।  তারপরই শুরু হয় এ জুটির প্রেমের গুঞ্জন। পরে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সালমান খান।

ক্লডিয়া সিসলা: জার্মানির মডেল-অভিনেত্রী ক্লডিয়া সিসলা। ২০০৯ সালে সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করার কারণে দীর্ঘদিন বলিপাড়ায় চর্চিত হয়েছেন।

মেহেক চাহাল: টিভি রিয়েলিটি শো বিগ বসের পঞ্চম আসরে অংশ নেওয়ার মাধ্যমে নরওয়ের  মডেল-অভিনেত্রী মেহেক চাহালের সঙ্গে পরিচায়  হয় সালমান খানের।

তাদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি।

হ্যাজেল কিচ: ২০১১ সালে সালমানের সঙ্গে ‘বডিগার্ড’ সিনেমায় অভিনয় করেন ‘হ্যারিপটার’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হ্যাজেল কিচ।

এ অভিনেত্রীর সঙ্গেও সালমানের প্রেমের সম্পর্ক নিয়ে জোরালো চর্চা হয়েছে।

এলি আব্রাহাম: ২০১৩ সালে ‘মিকি ভাইরাস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সুইডিশ-গ্রিক অভিনেত্রী এলি আব্রাহামের।  

সালমান খানের সঙ্গে এ অভিনেত্রীর নাম জড়ায়।  

ডেইজি শাহ: ২০১৪ সালে ‘জয় হো’ সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করতে গিয়ে  তাদের ঘনিষ্ঠতা বাড়ে। এসব নিয়েই চর্চা শুরু হয় বলিপাড়ায়।

আলোচনার মাঝে আলাদা হয়ে যায় তাদের দুটো পথ।

এছাড়া, ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন ও মার্কিন অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন রয়েছে।   

লুলিয়া ভান্তুর:  রোমানিয়ান মডেল-অভিনেত্রী লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের  ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।

এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। লুলিয়াকে স্ত্রী হিসেবে ঘরে তোলার খবরও রটেছে। এক পর্যায়ে শোনা যায়, ভেঙে গেছে তাদের সম্পর্ক।

এমআর// 

এ সম্পর্কিত আরও পড়ুন সালমান খান