আন্তর্জাতিক

ইরানে বোমা ফেলার হুমকি দিলো ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পরমাণু কর্মসুচি নিয়ে আলোচনায় না বসলে ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেহরানের ওপর পরোক্ষ শুল্কারোপ করা হবে বলে জানান তিনি। ফোনে এনবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনা করছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি কোন ধরনের চুক্তিতে না আসে, সেখানে বোমা হামলা হবে। এছাড়া চুক্তি না করলে চার বছর আগে যেভাবে দেশটির ওপর পরোক্ষ শুল্কারোপ করেছিলাম, সেরকম হওয়ার সম্ভাবনা আছে।’ 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন ইরানে | বোমা | ফেলার | হুমকি | দিলো | ট্রাম্প