গেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে ভারতের উত্তর প্রদেশের বেরেলি সিভিল লাইনসে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই হামলাকারী দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সময় পাটানি পরিবারের সদস্যরা- তার বোন খুশবু পাটানি (সাবেক সেনা কর্মকর্তা), বাবা জগদীশ পাটানি (অবসরপ্রাপ্ত ডিএসপি), এবং মা পদ্মা পাটানি বাড়িতে ছিলেন, কিন্তু দিশা মুম্বাইয়ে অবস্থান করছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে এবং বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বেরেলির এসএসপি অনুরাগ আর্য জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করতে পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
এদিকে গোল্ডি ব্রার চক্র ফেসবুকে একটি পোস্ট দিয়ে হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, দিশা এবং তার বোন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অসম্মান করেছেন। এ কারণে তারা হামলা চালিয়েছে।

পোস্টে আরও বলা হয়, ‘‘এটা শুধু ট্রেলার, পরেরবার কাউকেই ছাড় দেয়া হবে না।’’
এ ঘটনার পর বেরেলি পুলিশ তদন্ত শুরু করেছে এবং দিশা পাটানি পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গেল বছর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি চালানোর পর, এবার অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে একই ঘটনা ঘটেছে। গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং হামলার দায় স্বীকার করেছে, এবং এই হামলাতেও তাদের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসকে//