কোলকাতার ইডেন গার্ডেন্স আলোর ঝলকানিতে পরিপূর্ণ। মাঠের মাঝে বড় স্টেজ, সেখানে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। বলিউড বাদশাহখ্যাত শাহরুখ খান অনুষ্ঠানের মধ্যমণি হয়ে রইলেন। এছাড়াও শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা কেড়ে নিয়েছেন সব আলো।
শনিবার (২২ মার্চ) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
শাহরুখ স্টেজে থাকা অবস্থায় দুই দলের প্রতিনিধি ভিরাট কোহলি ও রিংকু সিংকে ডেকে নেওয়া হয়। কোহলিকে দেখা যায় শাহরুখের ভঙ্গিতে নৃত্য করতে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় পুরোটা সময়জুড়ে শাহরুখকে দেখা গেছে স্টেজে।
শেষদিকে আইপিএলের ১৮তম আসরের পর্দা ওঠে বড় একটি কেক কাটার মধ্য দিয়ে। যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এর শীর্ষ কর্মকর্তারা।
বাংলাদেশ সময় রাত ৮ টায় ইডেন গার্ডেন্সের মাঠে নামবে কেকেআর ও আরসিবি।
এমএইচ//