বিনোদন

শুটিং সেট ছেড়ে হাসপাতালে ছুটলেন অভিনেত্রী

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজকে গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন।  তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।  মায়ের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি শুটিং ছেড়ে হাসপাতালে ছুটে যান জ্যাকুলিন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কিম ফার্নান্দেজের অবস্থার অবনতি হলে জ্যাকুলিন তার শুটিং বন্ধ করে মায়ের পাশে যাওয়ার সিদ্ধান্ত নেন।  এর আগে ২০২২ সালের শুরুতে তার মা স্ট্রোকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সম্প্রতি ‘ইন্ডিয়া টিভি’ কে জ্যাকুলিন তার মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেছিলেন।  তিনি জানান, ‘আমার জীবনের কঠিন মুহূর্তগুলোতে আমার মা সবসময় পাশে ছিলেন। তার কাছ থেকে আমি কৃতজ্ঞ।’

এদিকে গেলো কিছুদিন ধরে জ্যাকুলিন ব্যক্তিগত ও পেশাগত সমস্যার মুখোমুখি হয়েছেন।  সুকেশ চন্দ্রশেখর বিতর্কে জড়ানোর কারণে তাকে বিদেশে যাওয়ার অনুমতি না দেয়ায় তার কাজেও সমস্যার সৃষ্টি হয়েছিল।  তবে এই কঠিন সময়েও তার মা ছিলেন তার শক্তির উৎস।

পেশাগত জীবনে জ্যাকুলিন শীঘ্রই "ওয়েলকাম টু দ্য জঙ্গল" ছবিতে দর্শকদের সামনে আসবেন।  ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান এবং প্রযোজনা করেছেন জ্যোতি দেশপাণ্ডে ও ফিরোজ এ নাদিয়াদওয়ালা।  সিনেমাটিতে তার সঙ্গে আরও আ ছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, রবিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, দিশা পাটানি, লারা দত্ত, তুষার কাপুর, শ্রেয়স তলপাড়ে, জনি লিভার, রাজপাল যাদব ও মিকা সিংসহ আরও অনেক তারকা।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন বলিউড | জ্যাকলিন ফার্নান্দেজ