খেলাধুলা

আর্জেন্টিনাকে হারিয়ে ৬ বছরের খরা কাটাতে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে হারাতে পাখির দৃষ্টি দিয়ে রেখেছে ব্রাজিল। দলটির কোচ ও খেলোয়াড়রা যেকোনো মূল্যে জিততে চাইছেন। কারণ বহু বছর হয়ে গেছে আকাশী-নীলদের হারাতে পারছে না সেলেসাওরা।

বাংলাদেশ সময় আগামীকাল, বুধবার (২৬ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

ব্রাজিল সবশেষ ম্যাচটি জিতেছে কলম্বিয়ার বিপক্ষে। ভিনিসিয়াস জুনিয়রের শেষ মুহূর্তের সেই গোল অনুপ্রেরণা হয়ে আছে দলটির জন্য। ব্রাজিল কোচ দরিভাল জানিয়েছেন, জয়ের জন্যই তারা আর্জেন্টিনায় যাবে।

তিনি বলেন, আমরা বিশ্ব চ‍্যাম্পিয়ন ও লাতিন আমেরিকার চ‍্যাম্পিয়ন, সাম্প্রতিক সময়ে বিশ্বের সফলতম দল আর্জেন্টিনার মুখোমুখি হব। আমরা সেখানে জয়ের জন‍্যই যাব। আমরা নিজেদের সেরা ফুটবল খেলার এবং তাদের মাঠেই তাদের হারানোর চেষ্টা করব।‘

সমালোচকদের প্রসঙ্গে দরিভাল বলেন, আমরা এমন এক দেশে বাস করি, যারা সমালোচনা করতে ভালোবাসে। এটা দুর্ভাগ‍্যজনক হবে আমি এমনটাই ভাবি। আমরা সমালোচনা করতে ভালোবাসি এবং প্রাপ‍্য সম্মান খুব একটা দেই না।‘

সবশেষ ২০০৯ সালে আর্জেন্টিনার মাটিতে জয় পেয়েছিল ব্রাজিল। এরপর ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে জয় তুলে নেয় ব্রাজিল। এর পরের চার ম্যাচের তিন ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা।

এমএইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আর্জেন্টিনা | ব্রাজিল