রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ৬ লাশ (দেহাবশেষ) শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (২৩ জুলাই) বিকেল পর্যন্ত এসব নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন।
তিনি জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সংরক্ষিত মরদেহগুলোর অংশ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর সঙ্গে মেলানোর জন্য ১১ জন স্বজন—যাদের মধ্যে একাধিক ব্যক্তি একই পরিবারের—সিআইডিতে গিয়ে রক্তের নমুনা দিয়েছেন।
এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব পরিবার তাদের নিখোঁজ স্বজনদের তালিকায় নাম পাননি, তাদেরকে মালিবাগে সিআইডি কার্যালয়ে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এ অনুরোধ জানান।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সিএমএইচে রাখা ছয়টি মরদেহ এখনও সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো সিআইডির ল্যাবে পরীক্ষা করা হবে। নিখোঁজদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ সম্পন্ন হলে দ্রুততম সময়ে ডিএনএ মিলিয়ে পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএ//