আন্তর্জাতিক

তুরস্কে ভয়াবহ দাবানলে ১০ ফায়ার সার্ভিস কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের মধ্যাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০ জন সদস্য। আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং তুরস্কের সরকারি সূত্রগুলো এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২১ জুলাই) দেশটির সাকারিয়া প্রদেশে দাবানলের সূত্রপাত ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকায়।

এসকিশেহিরের সেয়িতগাজি জেলায় মঙ্গলবার রাত থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের একটি দল।

মন্ত্রী ইউমাকলি জানান, বুধবার হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের ফলে আগুন তাদের দিকেই ছুটে আসে এবং ২৪ জন কর্মী আগুনের মধ্যে আটকে পড়েন। তাদের দ্রুত হাসপাতালে নেয়া হলেও ১০ জনের মৃত্যু ঘটে। আহত ১৪ জনের এখনো চিকিৎসা চলছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ফায়ারফাইটার এরকান তেমেল ইহলাস নিউজ এজেন্সিকে জানান, “তারা পাহাড়ের ওপরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন, আর আমরা নিচে। হঠাৎ আগুন দিক পাল্টে তাদের দিকে চলে আসে। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলেও পারেননি।”

তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ জানিয়েছেন, ঘটনার তদন্তে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রী ইউমাকলি আরও জানান, বর্তমানে এসকিশেহিরসহ তুরস্কজুড়ে সাতটি দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে।

তিনি সতর্ক করে বলেন, তুরস্কে বৃহস্পতিবার নতুন করে তাপপ্রবাহ এবং হঠাৎ দিক পরিবর্তনকারী শক্তিশালী বাতাসের সম্ভাবনা রয়েছে।

চলতি বছরে দেশটিতে দাবানলে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। দাবানল বিস্তারের জন্য উচ্চ তাপমাত্রা, খরা এবং প্রবল বাতাসকে দায়ী করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #তুরস্ক #ভয়াবহ দাবানল