জাতীয়

মাঝ আকাশ থেকে চট্টগ্রামে ফিরে এল ঢাকাগামী বিমান

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সেটি মাঝপথ থেকেই ফিরে এসেছে চট্টগ্রামে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফ্লাইট বিজি-১৪৮ সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায়। এরপর সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে পাইলট নিরাপত্তার স্বার্থে বিমানের গতিপথ পরিবর্তন করে আবারও শাহ আমানত বিমানবন্দরে ফিরে আসেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্লাইটটি বে নম্বর ৮-এ অবস্থান করছে এবং যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

তিনি আরও জানান, যাত্রীদের বিকল্প হিসেবে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট বিজি-১২২-এ অনবোর্ড করা হয়। সকাল ১০টা ৫০ মিনিটে সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যান্ত্রিক ত্রুটি #বাংলাদেশ বিমান