পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের জেএফ-সেভেনটিন থান্ডার যুদ্ধবিমান কেনা ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টতা। একারণে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত।
গেল বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সম্প্রতি বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খানের ইসলামাবাদ সফর এবং যুদ্ধবিমান কেনা সংক্রান্ত আলোচনার বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল একথা বলেন।
তিনি জানান, ‘জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপর তারা গভীর নজর রাখছেন।’
এসএইচ//