আন্তর্জাতিক

ইরানের বিচার বিভাগে বন্দুকধারীদের হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের আদালত ভবনে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, বন্দুকধারীরা আজাদি চত্ত্বরে থাকা আদালত ভবনে ঢুকে বিচারকদের লক্ষ্য করে হামলা শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় ভবনের ভিতরে গ্রেনেড হামলাও করা হয়। এতে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন হামলাকারী নিহত হয়েছেন।  

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সুন্নি সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদি। সংগঠনটি এই হামলাকে ‘দ্য আর্মস অফ জাস্টিস’ হিসেবে আখ্যায়িত করেছে। সম্প্রতি গোষ্ঠীটি বেলুচ বন্দিদের ফাঁসির পরিপ্রেক্ষিতে প্রতিশোধের হুমকি দিয়েছিলো।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তঘেঁষা সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস। তাঁরা বহুদিন ধরেই অর্থনৈতিকভাবে বঞ্চিত হওয়া ও রাজনৈতিকভাবে উপেক্ষিত হওয়ার অভিযোগ করে আসছে।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #বিচার বিভাগ #বন্দুকধারী