বলিউড তারকাদের জগতে সৌন্দর্য যেন নিত্যদিনের আলোচনার বিষয়। কে কি পোশাক পরলেন, কার ত্বকে কি প্রসাধনী, কে কখন সৌন্দর্য বৃদ্ধির জন্য চিকিৎসকের শরণাপন্ন হলেন এসব নিয়েই যেন দিনরাত চর্চা। তারকাদের সেই আলোয় ডুবে থাকা দুনিয়ায় অনেক সময়ই তাদের শুনতে হয় অপ্রাসঙ্গিক ও অনধিকার চর্চার মন্তব্য।
তবে এই চেনা ধারার বাইরে এসে নিজের স্বতন্ত্র মত জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। তার মতে, নিজেকে উপস্থাপন করার পদ্ধতি একান্তই ব্যক্তিগত বিষয় এবং সেই সিদ্ধান্ত নিয়ে কারও লজ্জা পাওয়ার কিছু নেই।
সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র সরজমিন-এর প্রচারণায় এসে এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্য, বয়স এবং আত্মবিশ্বাস নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
উল্লেখ্য, পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত এই ছবিতে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান রয়েছেন।
সাক্ষাৎকারে যখন তাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত বোটক্স, ফিলার বা কসমেটিক সার্জারি নিয়ে প্রশ্ন করা হয়, তখন কাজলের জবাব ছিল একদম স্পষ্ট। সে বলেন,“যে যেভাবে নিজেকে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি যদি তাতে আত্মবিশ্বাস পান তাহলে সেটি সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত।"
কাজল প্রশ্ন তোলেন, শুধু নারীদের নিয়েই কেন এ নিয়ে এত আলোচনা হয়। আজকাল পুরুষেরাও নিজের চেহারা নিয়ে কসমেটিক পদ্ধতির সাহায্য নিচ্ছেন। কিন্তু আলোচনার কেন্দ্রে থাকে কেবল মেয়েরা। এটিই পক্ষপাতমূলক।
তবে কাজলের দৃষ্টিভঙ্গি কেবল সৌন্দর্যচর্চা নিয়ে নয় বয়স নিয়েও রয়েছে তার স্পষ্ট ও ইতিবাচক উপলব্ধি।
কাজল মনে করেন, বয়স বাড়বে এটাই প্রকৃতির নিয়ম। এটা লুকিয়ে রাখার কিছু নয়। বরং, প্রতিটি বয়সেই আছে আলাদা সৌন্দর্য। অনেকেই অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে যান। আমি সৌভাগ্যবান, কারণ আমি সময়কে অনুভব করতে পারছি।”
এসকে//