ইসরাইলের সম্মতি ছাড়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে সম্প্রতি পশ্চিমা কিছু দেশের সিদ্ধান্তকে অবান্তর উল্লেখ করে রুবিও বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে ওই সব দেশের কোন সামর্থ্য নেই। যতক্ষণ না ইসরাইল সম্মতি দেয়, ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে পারে না।
তিনি আরও বলেন, এমনকি ওই সব দেশ বলতে পারবে না ফিলিস্তিন রাষ্ট্র কোথায়। তারা বলতে পারবে না ফিলিস্তিনকে কে শাসন করবে। এবং তৃতীয় বিষয়টি হলো, এটি বিপরীত ফল দিবে।
হামাস এখনো ২০ ইসরাইলি বন্দি ও ৫০ জনের মরদেহ হস্তান্তর করেনি জানিয়ে, রুবিও বলেন, ওই সব পশ্চিমা দেশগুলো হামাসের পক্ষ নিয়েছে। দিন শেষে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে থাকা মানেই হামাসের পক্ষে থাকা। সুতরাং আপনারা হামাসকে পুরুষ্কৃত করছেন।
এনএস/