রাজধানীতে আজ রোববার (০৩ আগস্ট) ছাত্রদলসহ তিনটি সংগঠন তাদের কর্মসূচি পালন করবে। এই আয়োজনের কারণে শহরের গুরুত্বপূর্ণ কিছু সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ছাত্রদল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ করবে, যা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের প্রথম বর্ষপূর্তির নামে আয়োজন। একই সময়ে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে। এছাড়া, সাইমুম শিল্পী-গোষ্ঠী সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান আয়োজন করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তিনটি কর্মসূচির নিরাপত্তায় কড়া নজরদারি করছে এবং সমাবেশস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি পেয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রেখেছে এবং কিছু সড়কে ডাইভারশন দিয়েছে। শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা বিশেষত যান চলাচলের জন্য বন্ধ থাকবে। এছাড়া, আজ এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষা থাকায় শহরজুড়ে যানজটের সম্ভাবনা রয়েছে।
ডিএমপি জনসাধারণের জন্য বিকল্প সড়ক নির্দেশনা দিয়েছে:
উত্তর থেকে আগত গাড়ি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সোজা শাহবাগে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টু রোড পথ অনুসরণ করবে।
সাইন্সল্যাবের দিক থেকে আসা গাড়ি কাটাবন মোড় থেকে ডানে মোড় নিয়ে নীলক্ষেত অথবা বামে মোড় নিয়ে সোনারগাঁও রোড হয়ে বাংলামোটর লিংক রোডে চলাচল করবে।
হাইকোর্ট/কদম ফোয়ারা থেকে আসা যানবাহন মৎস্য ভবন হয়ে সরাসরি হেয়ার রোড ও মগবাজার রোড দিয়ে চলাচল করবে।
কাকরাইল মসজিদ ক্রসিং থেকে আসা গাড়ি মৎস্য ভবন ক্রসিং হয়ে গুলিস্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবে।
নীলক্ষেত ও দোয়েল চত্ত্বর থেকে আসা গাড়ি টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিং এ এসে দোয়েল চত্ত্বর ও নীলক্ষেত পথে চলাচল করবে।
জনগণকে শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রাস্তাগুলো এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে নিয়ে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমএ//