রাজনীতি

শাহবাগে ছাত্রদলের সমাবেশ, জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

রাজধানীর শাহবাগে আজ রোববার (০৩ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রসমাবেশ। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষ্যে সংগঠনটি মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে, যার অংশ হিসেবে এই সমাবেশ আয়োজন করা হয়েছে।

সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে আজ বিকেল ২টা ৩০ মিনিটে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রদল নেতাকর্মীরা রাজধানীতে এসে পৌঁছেছেন। সকাল থেকেই শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেছেন তারা। 

ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ ও পশ্চিম শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিচ্ছেন। ঢাকার কলেজগুলোর ছাত্রদল ইউনিটের কর্মীদের টিএসসি এলাকায় দেখা গেছে। স্লোগান, পতাকা আর ক্ষুদ্র মিছিলের মধ্য দিয়ে ভিড় বাড়ছে সমাবেশস্থলে।

শাহবাগে যান চলাচল সীমিত থাকায় অনেকেই সড়কের ওপর বসে আছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের চলাচল নির্বিঘ্ন রাখতে আলাদা লেন রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যভবন থেকে টিএসসি পর্যন্ত সড়ক বন্ধ থাকলেও কাঁটাবন থেকে শাহবাগগামী রাস্তাটি খোলা থাকবে।

ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি ও প্রচার উপ-কমিটির সদস্য আনিসুর রহমান অনিক জানান, রোগীদের জন্য বারডেম ও পিজি হাসপাতালের সামনের সড়ক খালি রাখা হচ্ছে। সমাবেশের সুষ্ঠু ব্যবস্থাপনায় আগতদের অবস্থান ও চলাচল নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান বলেন, ‘এটি শুধু ছাত্রদলের সমাবেশ নয়—এটা তরুণদের গণতান্ত্রিক অধিকার রক্ষার এক বিশাল প্রতিবাদ মঞ্চ। এই আয়োজন অতীতের যেকোনো ছাত্রসমাবেশের চেয়ে বড় হবে।’

সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক নেতা রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করবেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ছাত্রদল #সমাবেশ #শাহবাগ