জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ‘জাগ্রত জুলাই’ শিরোনামে এক বিশেষ কনসার্ট। সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্য চত্বরে এই কনসার্ট হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এই কনসার্ট।
অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
কনসার্ট আয়োজন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ আয়োজনে দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা গান পরিবেশন করবেন।
এদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ অনুষ্ঠানকে ঘিরে দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে কনসার্ট ও নাট্য, সংগীতসহ বিভিন্ন পরিবেশনা। দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীত শিল্পীরা এত অংশ নিবে। সন্ধ্যা ৭টায় গান গাইবেন এলিটা করিম। রাত ৮টায় থাকবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের পরিবেশনা।
এই আয়োজনের প্রধান উদ্যোক্তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পুরো ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
এসকে//