রাজনীতি

পিআর পদ্ধতির জন্য আন্দোলন করবে জামায়াত: তাহের

পিআর বা সংখ্যানিপাতিক পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের জন্য আন্দোলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (০৬ আগস্ট) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি জুলাই জাতীয় ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেন এবং বলেন, ‘এই ঘোষণা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন অস্পষ্ট ও অপূর্ণ বিবৃতি দেশের মানুষের সঙ্গে একপ্রকার অবিচার।’

তাহের অভিযোগ করেন, ঘোষণাপত্রে বহু গুরুত্বপূর্ণ ঘটনা—যেমন ১৯৪৭ সালের স্বাধীনতার সংগ্রাম, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের সহিংসতা বা ২৮ অক্টোবরের ঘটনার কোনো উল্লেখ নেই। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে ধর্মীয় ব্যক্তিত্ব, মাদ্রাসাশিক্ষক, ছাত্র, প্রবাসী ও অনলাইন কর্মীদের ভূমিকা উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল রাষ্ট্র সংস্কার। ১৯টি বিষয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে ‘জুলাই সনদ’ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল, তা এই ঘোষণাপত্রে উঠে আসেনি। ঘোষণা থেকে বোঝা যায় না কখন, কিভাবে বা কারা এই সনদ বাস্তবায়ন করবে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘যে পরিমাণ আত্মত্যাগের মাধ্যমে এই চেতনার জন্ম, তার মূল্য এই ঘোষণায় অনুপস্থিত। বরং পরবর্তী সরকারের হাতে দায়িত্ব দিয়ে মূল সুরটাই হারিয়ে গেছে।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করবেন। কিন্তু সংলাপ এড়িয়ে নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে জনগণকে অবাক ও বিভ্রান্ত করা হয়েছে। তবুও জাতীয় স্বার্থে আমরা এই ঘোষণা ইতিবাচক দৃষ্টিতে দেখছি।’

পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমাদের ন্যায্য দাবি। আমরা আমাদের দাবির ব্যাপারে আন্দোলন করব।  পরবর্তীতে কী হয়, তা সময়ই বলে দেবে।’

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পিআর #সংখ্যানুপাতিক #সংখ্যানুপাতিক নির্বাচন #জামায়াতে ইসলামী