আন্তর্জাতিক

কুয়েতে ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল তিন প্রবাসীর

কুয়েতের মিনা আবদুল্লাহ বন্দরে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন প্রবাসী শ্রমিক। একটি পানির ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার (০৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজ

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র জানায়, প্রচণ্ড গরমের মধ্যে রাসায়নিক ব্যবহার করে ট্যাংক পরিষ্কার করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, উচ্চ তাপমাত্রা ও রাসায়নিকের প্রতিক্রিয়ায় ট্যাংকের ভেতরে বিস্ফোরণ ঘটে। নিহত তিনজন ট্যাংকের ভেতরে থাকায়, তাদের বাঁচানোর কোনো সুযোগ ছিল না।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফরেনসিক দল। প্রাথমিক তদন্তেও বিস্ফোরণের কারণ হিসেবে রাসায়নিক বিক্রিয়া এবং অতিরিক্ত তাপমাত্রার বিষয়টি উঠে এসেছে।

পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুয়েত #প্রবাসী শ্রমিক #পানির ট্যাংক