আন্তর্জাতিক

বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভার সঙ্গে বৈঠকে বসছে নেতানিয়াহু

পুরো গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করতে বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভার সঙ্গে বৈঠকে বসবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ওই বৈঠক হবে। বুধবার সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, আগামীকালের  বৈঠকে পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদন পেতে পারে।

 

এর আগে, গতকাল মঙ্গলবার তিন ঘণ্টা ধরে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে গাজায় সামরিক অভিযান জোরদার করতে নেতানিয়াহুকে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল ইয়াল জামির।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #বৃহস্পতিবার #নিরাপত্তা #বিষয়ক #মন্ত্রীসভার #সঙ্গে #বৈঠকে #বসছে #নেতানিয়াহু