যুক্তরাজ্যের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। শুক্রবার (০৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগপত্র প্রকাশ করে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘লেবার সরকারের অধীনে দায়িত্ব পালন করা আমার জন্য এক গৌরবের বিষয় ছিল। আমার কারণে সরকার যেন আরও কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে, সেই কারণেই আমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর কাছে আমার পাঠানো পদত্যাগপত্র এটি।‘
গেল বছরের ৪ জুলাই সাধারণ নির্বাচনে লেবার পার্টি বড় জয় পাওয়ার পর রুশনারাকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচিত রুশনারা ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে জায়গা করে নেন।
সম্প্রতি একটি ব্যক্তিগত সম্পত্তি নিয়ে বিতর্কের জেরে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।
অভিযোগ ওঠে, পূর্ব লন্ডনের নিজস্ব টাউনহাউস থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দিয়েছেন তিনি। এরপর সেই বাড়ির ভাড়া বাড়িয়ে ৭০০ পাউন্ড বাড়িয়ে দেন।
রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, ওই বাড়িটি বিক্রির উদ্দেশ্যে ভাড়াটিয়াদের সরানো হয়েছিল। কিন্তু বিক্রি সম্ভব না হওয়ায় পরে আবার তা ভাড়া দেওয়া হয়।
এই পরিস্থিতিতে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারকে পাঠানো চিঠিতে রুশনারা লেখেন, ‘আমি ভারাক্রান্ত মনে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সরকারের প্রতি আমার আস্থাবান অবস্থান আগের মতোই থাকবে।’
পদত্যাগপত্রে তিনি আরও বলেন, ‘আমি সবসময় আইন মেনে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। তবে আমার বর্তমান পরিস্থিতি সরকারের কাজে কোনোভাবে প্রভাব ফেলতে পারে—এ আশঙ্কা থেকেই আমি নিজে সরে দাঁড়াচ্ছি।’
এমএ//