বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার (৯ আগস্ট)। বিকেল ৩টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সভা।
জানা গেছে বিসিবির আজকের পরিচালনা পর্ষদের সভার আলোচ্যসূচিতে আছে ১৪টি বিষয়। এর মধ্যে চিফ ফিন্যানশিয়াল অফিসার (সিএফও) নিয়োগ নিয়ে আলোচনা হবে। টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কিউরেটর টনি হেমিং ও আম্পায়ারিং বিভাগের পরামর্শক হিসেবে সায়মন টফেলের নিয়োগও সভায় অনুমোদন হওয়ার কথা।
বিপিএলের ইভেন্ট ম্যানজেমেন্ট প্রতিষ্ঠানও ঠিক হতে পারে আজ। গত সপ্তাহে দুই ধাপে আগ্রহী পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর এখন সংক্ষিপ্ত তালিকায় আছে তিনটি প্রতিষ্ঠান। বিসিবি শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চেয়ে বিজ্ঞাপন দিলেও দুটি প্রতিষ্ঠান পুরো বিপিএলেরই স্বত্ব নিতে চায় বলে জানা গেছে।
সভায় বেশিরভাগ পরিচালক সশরীরে উপস্থিত থাকবেন। তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হবেন। একইভাবে, দেশের বাইরে থাকা বোর্ড পরিচালক ফাহিম সিনহাও ভার্চুয়ালি অংশ নেবেন।