দেশজুড়ে

বাড়ির পাশে পড়ে ছিলো যুবকের মরদেহ

পঞ্চগড়ের  তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে রাজিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে স্থানীয়দের মাঝে  সন্দেহের সৃষ্টি হয়। নিহত রাজিউল ইসলাম একই গ্রামের নাজমুল হকের ছেলে।

রোববার (১০ আগস্ট) সকালে ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে তার নিজ বাড়ির ২০০ থেকে ৩০০ গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাজিউল শনিবার রাতে বাজারে যায়। এরপর সেখান থেকে নদীতে মাছ ধরতে  যায়। রাতে সে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে স্থানীয়রা বাড়ির পাশে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি মুসা মিয়া জানান, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন বা কোন আলামত পাওয়া যায়নি। নিহতের পরিবার বলছে তার বুকের ব্যথা ছিলো। ধারণা করা হচ্ছে বুকের ব্যথা থেকেই তার মৃত্যু হয়েছে। এরপরেও ময়নাতদন্তে রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড়