কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার নিহত সাংবাদিক আনাস আল শরীফ গাজার সশস্ত্র সংগঠন হামাসের সক্রিয় কর্মী ছিলেন। তিনি সংগঠনটি থেকে নিয়মিত বেতন নিতেন। এমন দাবি করেছেন ইসরাইল। দেশটির সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) আন্তর্জাতিক মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল নাদাভ শোশানি এক্সে জানান, হামলা চালানোর আগে গোয়েন্দা তথ্য মতে, সাংবাদিক আনাস আল শরিফ হামাসের হয়ে কাজ করছিলো।
তিনি আরও বলেন, নিহত সাংবাদিক আল জাজিরার পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠী হামাস থেকেও বেতন নিতেন।
গেলো রোববার গভীর রাতে গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে একটি গণমাধ্যমের তাঁবুতে ইসরাইলি হামলা চালানো হয়।
এতে নিহত হন আল জাজিরার সংবাদদাতা আনাস আল-শরীফ, সহকর্মী মোহাম্মদ কুরাইকেহ, ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মুয়ামেন আলিওয়া।
এনএস/