আন্তর্জাতিক

শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর।

অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে নরেন্দ্র মোদির। সেখানে মার্কিন শুল্ক নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে আলোচনা হতে পারে।

বুধবার (১৩ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০ তম সেশন শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্ দেবেন ট্রাম্প। ভারতের সরকারপ্রধান হিসেবে মোদি দেবেন ২৬ সেপ্টেম্বর। অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও মোদির বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ল্লেখ্য, রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম ক্রয়ের অভিযোগে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। এরপর থেকে ওয়াশিংটন ও নয়া দিল্লির মধ্যে উত্তেজনা চলছে। 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #মোদি #শুল্ক #যুক্তরাষ্ট্র