পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। দেশগুলো এক যৌথ চিঠিতে জাতিসংঘকে বিষয়টি জানিয়েছে।
বুধবার ফ্রান্সের সংবাদমাধ্যম এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্টোনিও গুতেরেসকে লেখা চিঠিতে বলা হয়, সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানকে আলোচনায় বসতে হবে। অন্যথায় তেহরান পরমাণু অস্ত্র অর্জন ঠেকাতে ইউরোপের তিন শক্তি সব ধরনের কূটনৈতিক ব্যবস্থা গ্রহণে প্রতীক্ষাবদ্ধ।
পরমাণু কর্মসুচি নিয়ে চলতি আগস্টের মধ্যে কোন ধরনের সমঝোতা না হলে ইরানের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলো ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য।
এনএস/