রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে তাদের মরদেহ পাওয়া যায়। এসময় মরদেহের পাশে ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম’ লেখা চিরকুট পাওয়া যায়।
নিহতরা হলেন— মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং আঠারো মাসের কন্যা মিথিলা। মাহিম স্থানীয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলে-মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের বোঝা নিয়ে আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’
মতিহার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের অবস্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— মিনারুল ও তার ছেলে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন, আর মা ও মেয়ে পাশের ঘরে মৃত অবস্থায় ছিলেন।
স্থানীইয়া জানান, মিনারুল পেশায় কৃষক ছিলেন এবং সম্প্রতি ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছিলেন। পরিবারটি একটি মাটির ঘরে বসবাস করত। পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এরমধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।
এমএ//