বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্যাতনকারীদের বিচার চাইলেন আব্বাস

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,  দেশনেত্রী খালেদা জিয়াকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর আর পোকামাকড় দৌড়াত। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের ওপর একটি কক্ষে রেখেছিল। এই নির্যাতনের জন্য যারা দায়ী, তাদের বিচার হওয়া উচিত।

শুক্রবার (১৫ আগস্ট ) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন,  আমরা যারা কয়েকজন তাদের সঙ্গে কাজ করেছি তারা দেখেছি  দেখেছি তার দৃঢ় মনোবল। গণতন্ত্রের প্রশ্নের তার আপোষহীন নেতৃত্ব এবং নেতা-কর্মীদের প্রতি তার যে ভালোবাসা ও স্নেহ তা তুলনাহীন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দি হিসেবে তাকে রাখা হয়। ওই সময় নানা রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি।বিএনপির পক্ষে থেকে বারবার তাকে বিশেষায়িত হাসপাতালে এবং  বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানালেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের অনুমতি দেয়নি।

পরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হলে, ছয় মাসের জন্য সাজা স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার। এ সময় গুলশানের বাসা ফিরোজায়অনেকটা গৃহবন্দি রাখা হয় খালেদা জিয়াকে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মির্জা আব্বাস