রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। বুধবার (২০ আগস্ট) দুপুর দুইটা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহাখালী, গুলশান, তেজগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো কিছু জানা যায়নি।
এমএ//