চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার প্রায় ১৫ দিন আগে জাহাঙ্গীর আলমকে হোয়াটসঅ্যাপে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দিতে বলা হয়। তিনি বিষয়টি আমলে নেননি। পরিবারের ধারণা, সেই চাঁদা না দেওয়ার জেরেই তার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় দুটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়ে এবং দোতলা ভবন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কয়েক মিনিটের মধ্যেই তারা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এ সময় বাড়ির মূল ফটক তালাবদ্ধ থাকায় ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম ও তার পরিবারের সদস্যরা তখন চট্টগ্রাম নগরীর বাসায় অবস্থান করছিলেন।
এমএ//