দু'দিনের সরকারি সফরে আজ ২৩ আগস্ট (শনিবার) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরকালে তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন।
শুক্রবার (২২ আগস্ট) ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জানা গেছে, ইসহাক দার সফরের প্রথম দিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। সেখানে দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক-আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। পরে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের সময়, বাংলাদেশ ও পাকিস্তান একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই করবে। এর মধ্যে রয়েছে কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য বিনা ভিসায় যাতায়াতের সুযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন, এবং দুটি দেশের বার্তা সংস্থা, ফরেন সার্ভিস একাডেমী ও কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা। পাশাপাশি, সাংস্কৃতিক সহযোগিতার পুরনো চুক্তি নবায়ন করা হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অত্যাচার এবং বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিতর্কিত বিষয়গুলোও আলোচনায় আসতে পারে জানা গেছে। সফরের শেষ দিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এসকে//