আন্তর্জাতিক

গাজা সিটিতে ঢুকছে দখলদার বাহিনী, নিহত ৬৩ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ২২ জন ত্রাণ প্রার্থী ও আটজন অনাহারে মারা গেছে।

রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজা সিটি দখল ও প্রায় ১ কোটি মানুষকে গাজা সিটি থেকে উৎখাতের লক্ষ্যে গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশের চেষ্টা করছে ইসরাইলি বাহিনী। 

গেল শনিবার আলজাজিরা প্রকাশিত ফুটেজে দেখা যায়, ইসরাইলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি সামরিক স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারান। এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় আরও আটজন — এর মধ্যে দুই শিশু — অপুষ্টির কারণে মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #গাজা #ইসরাইল #গাজা উপত্যকা