আন্তর্জাতিক

সীমান্তে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বর্নো প্রদেশের কুমশে এলাকায় বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল তারা—এমন তথ্যের ভিত্তিতেই শনিবার (২৩ আগস্ট) রাতে এ অভিযান চালানো হয়। খবর আলজাজিরার।

নাইজেরিয়ান এয়ার ফোর্স (এনএএফ) জানায়, সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া জঙ্গি হামলার জবাবে চারটি আলাদা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। অভিযানের পর স্থল বাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় বোকো হারাম এবং আইএসআইএল-সংশ্লিষ্ট গোষ্ঠী আইএসডব্লিউএপি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। ১৬ বছর ধরে চলা এই সংঘর্ষে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সহিংসতা শুধু নাইজেরিয়াতেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে ক্যামেরুন, চাদ ও নাইজার সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও।

এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে বোমা, রকেটসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম রয়েছে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই সরঞ্জাম সরবরাহ সন্ত্রাসবিরোধী অভিযানে নাইজেরিয়াকে আরও শক্তিশালী করবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নাইজেরি #নাইজেরিয়া #বিমান হামলা #হামলা'