নোয়াখালী পৌর এলাকায় দোতলা বাড়িতে নিয়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় দোতালা থেকে লাফ দিয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আটক দুই ব্যক্তির নাম হানিফ (২৯) ও কামরুল (৪৫)।
রোববার (২৪ আগস্ট) বিকেলে মাইজদী পৌর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, গত শুক্রবার (২২ আগস্ট) ভোরে সুবর্ণচরে তাদের বাড়ি থেকে রাগ করে তার স্বামী মাইজদী চলে যান । স্বামীর পিছু পিছু অন্য একটি গাড়িতে মাইজদী পৌর বাজারে আসেন তিনি। সকাল সাতটার দিকে তারা দুজন পৌর বাজারের একটি দোকানের সামনে বাগবিতণ্ডায় লিপ্ত হন।
একপর্যায়ে হানিফসহ দুজন এসে গৃহবধূর কাছে তার স্বামীর পরিচয় জানতে চায়। স্বামী পরিচয় দেওয়ার পরও হানিফসহ দুজন তার স্বামীকে মারধর শুরু করেন। কিছুক্ষণ পর বিষয়টি সমাধান করে দেওয়ার কথা বলে তাদের দুজনকে পৌর বাজারের একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে হানিফদের সাথে আরও ৪-৫জন যুক্ত হয়ে স্বামীকে একটি কক্ষে ও স্ত্রীকে আরেকটি কক্ষে নিয়ে যায়।
পরে বিষয়টি তার স্বামী মোবাইলে মাইজদীর বাসায় তার মাকে জানালে মা ও ছোট ভাই ঘটনাস্থলে আসেন। এ সময় দ্বিতীয় তলার সিঁড়ির নিচে থাকা আরও কয়েকজন তার মা ও ছোট ভাইকে একই কক্ষে এনে আটকে রাখে। পরে তারা পাশের কক্ষে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন
ভুক্তভোগীর শাশুড়ি জানান, গৃহবধূর লাফিয়ে পড়া ও চিৎকার শুনে তারা তিনজন ওই কক্ষ থেকে বের হয়ে দেখেন তিনি নিচে আহত অবস্থায় পড়ে আছেন। ওই যুবকরা আবারও তাকে টেনে হিঁচড়ে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
তিনি জানান, আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম পা ভেঙে গেছে।
পৌর বাজার ব্যবসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা জানান, ঘটনার পরে অভিযুক্তরা পালিয়ে গেলেও, আজ রোববার বিকেলে তাদের মধ্যে হানিফ ও কামরুলকে পৌর বাজারে দেখতে পেয়ে লোকজন আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
ওসি কামরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
আই/এ