বাংলাদেশের শোবিজের একাধিক পরিচয়ে পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা। শুধু অভিনয়, গান, মডেলিং, শিক্ষকতা, মা এবং উন্নয়নকর্মী হিসেবেই তিনি পরিচিত নন, বরং তিনি একজন বাস্তব জীবনের অনুপ্রেরণাও। তার জীবনযাত্রা, সংগ্রাম এবং একের পর এক সফলতার গল্প আজকের প্রজন্মের জন্য প্রেরণার উৎস। সম্প্রতি মিথিলা তার জীবনে আরেকটি বড় মাইলফলক অর্জন করেছেন যা শুধুমাত্র পেশাগত দিকেই নয় ব্যক্তিগত দিকেও তার দৃঢ়তা ও আত্মবিশ্বাসের পরিচয় বহন করে।
সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগপ্রবণ স্ট্যাটাসের মাধ্যমে মিথিলা তার এই বড় অর্জনটি শেয়ার করেন।

তিনি জানান, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে তার পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন। ফেসবুকে তিনি লেখেন, অত্যন্ত গর্ব ও আবেগের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এটি ছিল পাঁচ বছরের এক কঠিন যাত্রা যা আনন্দ, দুঃখ এবং অজস্র চ্যালেঞ্জের মিশ্রণ ছিল। এটা শুধু তার পেশাগত জীবনের এক বড় সাফল্য নয় বরং, এটি সেই নারীর গল্প যারা পেশাগত, পারিবারিক, এবং ব্যক্তিগত জীবনে সঠিক ভারসাম্য বজায় রেখে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। মিথিলা তার এই যাত্রায় কঠোর পরিশ্রমের সঙ্গে স্বপ্ন পূরণের প্রক্রিয়া চূড়ান্ত করেছেন।
এছাড়া মিথিলা তার পরিবারের সদস্য, বন্ধু, এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ। আজ থেকে আমি গর্বিতভাবে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব, যা আমি একটানা পরিশ্রম এবং দৃঢ়তার মাধ্যমে অর্জন করেছি।”
এসকে//