আন্তর্জাতিক

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক বৃত্তির সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সৌদি আরবে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা পর্যায়ে বৃত্তিসহ পড়াশোনার সুযোগ রয়েছে। ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে।

ভর্তির জন্য এখন Study in Saudi” নামে একক অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করা যাবে। শিক্ষার্থীরা ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো তিনটি পছন্দ করে আবেদন করতে পারবেন। মেধা ও কোটা অনুযায়ী বিদেশি শিক্ষার্থী নির্বাচন করা হবে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরবে #স্নাতক, মাস্টার্স, পিএইচডি #বৃত্তিসহ পড়াশোনার সুযোগ