সৌদি আরবে নতুন করে ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সম্পদের সন্ধান পেয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি, দেশে চারটি স্থানে এসব স্বর্ণের সন্ধান পেয়েছে।
কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেছেন, এসব খনিজ সম্পদ উন্মোচনে তারা সফল হয়েছেন। এ কারণেই সৌদি আরবের স্বর্ণসম্পদে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রেখেছেন।
২০২৬ সালের অনুসন্ধান কর্মসূচিতে তারা মূলত সেন্ট্রাল অ্যারাবিয়ান গোল্ড রিজিয়নে গুরুত্ব দিয়েছে। সেখানে নতুন খনি পাওয়ার সম্ভাবনা আছে। ঐতিহাসিক মাহদ স্বর্ণখনির আশপাশেও স্বর্ণ পাওয়া যেতে পারে। পাশাপাশি তামা ও নিকেল পাওয়ার ব্যাপারেও আশাবাদী তারা।
এসএইচ//