মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করে তীব্র বিতর্কের তোপে আছেন লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লায়লা কানিংহ্যাম।
শনিবার (১৭ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। কানিংহ্যাম যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী মিসরীয় বংশোদ্ভূত মুসলিম। তিনি ২০২৮ সালের নির্বাচনে প্রার্থী।
তার মতে, অপরাধমূলক উদ্দেশ্যেই কেউ মুখ ঢাকে। স্ট্যান্ডার্ড পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে কানিংহ্যাম এসব কথা বলেন।
কানিংহ্যামের মন্তব্য বিপজ্জনক ও বর্ণবাদীদের জন্য ডগ হুইসল বলে আখ্যা দিয়েছেন, মুসলিম উইমেনস নেটওয়ার্ক ইউকের প্রধান নির্বাহী এবং ক্রসবেঞ্চ পিয়ার ব্যারোনেস শাইস্তা গোহির।
এসএইচ//