আন্তর্জাতিক

মিশর-ইথিওপিয়ার মাঝে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

শুক্রবার (১৬ জানুয়ারি) মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে চিঠি পাঠিয়ে ট্রাম্প জানান, তিনি নীলনদের পানি বণ্টনের এই প্রশ্নটি সমাধান করতে চান। পরে এই চিঠি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করেছেন।

মিশর ও ইথিওপিয়ার উত্তেজনার প্রধান কারণ আদ্দিস আবাবার নির্মিত ‘গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম’।

উল্লেখ্য, গেল ৯ সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে এই বিশাল বাঁধটির উদ্বোধন করে। একারনে তীব্র ক্ষোভ জানিয়েছে নীলনদের ভাটির দেশ মিশর।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নীলনদ #মিশর #ইথিওপিয়া #বিরোধ #মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প