ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠক শেষে ঘোষণা দিয়েছেন যে, তারা জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য কাজ করবে।
ওআইসি-এর ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণাপত্রে বলা হয়েছে, ইসরাইল জাতিসংঘের সদস্যপদের শর্তাবলী সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে, ধারাবাহিকভাবে জাতিসংঘের প্রস্তাবনা উপেক্ষা করছে'। এ অবস্থায় ইসরাইলের সদস্যপদ জাতিসংঘের সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা যাচাই করতে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আহ্বান জানানো হয়েছে।