কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে আবারও একটি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন অপহরণের তথ্য নিশ্চিত করে।
টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, অপহৃত ট্রলারটি আবদুল হাফেজ নামের এক মাঝির মালিকানাধীন। ট্রলারটিতে হাফেজসহ ছয়জন মাঝিমাল্লা ছিলেন, যাদের অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
গেল চার দিনে পাঁচটি ট্রলারসহ ৩৯ জন জেলে অপহৃত হয়েছে বলে জানিয়েছে মালিক সমিতি।
এমএ//